সিপিএ মার্কেটিং কি? CPA marketing করে আয় করার উপায়

সিপিএ মার্কেটিং হল অনলাইনে আয় করার সবথেকে সহজ  আর  জনপ্রিয় একটা মাধ্যম  বলা যায়। 

বর্তমান যুগে কিন্তু তথ্য প্রযুক্তির উন্নয়ন হয়েছে যার ফলে কিন্তু মানুষের এখনো অনলাইনে ইনকাম করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন। তরুণ-তরূণী, শিক্ষার্থী, কর্মজীবী এর সাথে  গৃহিণী  যে যে   পেশাতেই থাকেন না কেন, আর তার সাথে সাথে বাড়তি আয় করার জন্য কিন্তু বর্তমানে এখন অনেকেই অনলাইনে থেকে আয় করাকেই বেশি বেছে নিয়েছেন  ।

বর্তমানে কিন্তু এখন অনলাইনের বদৌলতে অনেক মানুষের রয়েছেন যারা কিন্তু এখন ঘরে  বসেই লাখ লাখ টাকা রোজগার করতেছেন অনায়াসেই । 



cpa affiliate marketing,cpa marketing website,cpa marketing for beginners,cpa marketing course,ডিজিটাল মার্কেটিং,ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল,ডিজিটাল মার্কেটিং,ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল,ডিজিটাল মার্কেটিং কোর্স,ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার,ডিজিটাল মার্কেটিং কি,ডিজিটাল মার্কেটিং করে আয়,ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ,ডিজিটাল মার্কেটিং শেখার উপায়,ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব,ডিজিটাল মার্কেটিং করে মাসে ইনকাম,ডিজিটাল মার্কেটিং গাইডলাইন,ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার,ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখবো,ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন লাগে,ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার হিসাবে কেমন,ডিজিটাল মার্কেটিং কাকে বলে
সিপিএ মার্কেটিং


 

সিপিএ মার্কেটিং ও কিন্তু আসলে বর্তমান সময়তে অনলাইন থেকে ইনকাম করার এরকমেরই ১ টি উপায় বলা যায়, আর এই সিপিএ মার্কেটিং কাজ করে কিন্তু বর্তমানে এখন অনেকেই ঘরে বসে আয় করতেছেন। কিন্তু আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা কিন্তু আসলে CPA marketing সম্পর্কে ভালোভাবে না জেনেই তারা কাজ শুরু করে দেন। ফলস্বরূপ দেখা যায় যে তারা মাঝপথেই দিশা হারিয়ে হতাশাতে ডুব দিচ্ছেন। আর তাই আজকের এই আর্টিকেলটি তাদের জন্য লিখতে বসলাম । 

 

আপনাদের ভিতরে যারা সিপিএ মার্কেটিং করে আয় করার চিন্তাভাবনা করতেছেন, আশা করি তারা আজকের আমার এই লেখাটি পড়লে অনেক উপকৃত হবেন । 

What is CPA Marketing?



CPA ( Cost Per Action) এটা হচ্ছে মূলত একটা Advertising method।

 অনলাইন থেকে আয় করার যতগুলো মাধ্যম রয়েছে তার থেকে সব থেকে ভালো আর সব থেকে সহজ মাধ্যম হচ্ছে এই   Cpa Marketing

কারণ, এই কাজে আপনাকে কোন প্রোডাক্ট সেল করে  দেওয়া লাগবে না  ।

কোম্পানির জন্য লিড জেনারেট করে দিবেণ আর সেই লিডের বিনিময় কোম্পানি আপনাদেরকে টাকা দেবে  ।



CPA এর পূর্ণরূপ হল  Cost per action.


অর্থাৎ, এই কাজে প্রত্যেকটা নির্দিষ্ট অ্যাকশন বা কাজ সম্পন্ন করে দেওয়ার জন্যই  কমিশন দেওয়া হয়  । এখানে আসলে কোন কোন কোম্পানি রয়েছে, যারা তাদের Business, কোন প্রোডাক্ট বা সার্ভিসকে বিক্রি করার জন্য “advertiser” আর ” publisher”  দের কাছ থেকে সাহায্য নিয়ে থাকেন । এখানে প্রসার বলতে কিন্তু যে কোন কাজ হতে পারে, সেটা হতে পারে ধরুন - ফরম ফিলাপ, ইমেইল সাবমিশন, সফটওয়্যার ডাউনলোড, ফ্রম রেজিস্ট্রেশন, সার্ভে  এই সমস্ত কাজ গুলো ।  



আর এখানে কিন্তু আপনারা একজন পাবলিশার্স  হিসেবেই কাজ করতে হবে । আপনাদের কাজ  হলো নিজেদের কোন ওয়েবসাইটে  অথবা যে কোন পদ্ধতিতে এই কাজ গুলো অন্য মানুষদের কে দিয়ে সম্পন্ন করানো।  আপনারা যদি এ কাজগুলো ঠিকঠাক মত করতে পারেন তা হলে কিন্তু আপনারা আপনাদের নির্দিষ্ট পরিমাণে একটা কমিশন  পেয়ে যাবেন খুব সহজে ।  আর তার জন্য কিন্তু আপনাদের কে কোন  অর্থাৎ , অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের  মতো কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট বিক্রি করতে হবে না ।  



মনে করেন যে , কেউ আপনাদের শেয়ার করার লিঙ্ক এ ক্লিক করে একটা সফটওয়্যার ডাউনলোড করলো। আর এর জন্য কিন্তু আপনাদেরকে কমিশন দেওয়া হবে । সিপিএ মার্কেটিংকে  প্রায় সময় কিন্তু Affiliate marketing এর অংশ ধরা হয়। কিন্তু  অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের  কাজ করলে সে খানে আপনারা প্রোডাক্ট বিক্রি করার পরে সে খান থেকে কমিশন পাবেন, প্রোডাক্ট বিক্রি না করতে পারলে Affiliate  মার্কেটিং করে সেখান থেকে কোনো অর্থ আপনারা পাবেন না । কিন্তু CPA মার্কেটিংয়ের  যদি করেন তাহলে আপনাদের কোন প্রোডাক্ট বিক্রি করতে হবে না। প্রোডাক্ট বিক্রি করি আপনারা এখান থেকে কমিশন পেতে পারবেন । 

 

আশা করি বুঝতে পেরেছেন , সিপিএ মার্কেটিং কি?

 

সিপিএ মার্কেটিং  ফুল কোর্স ফ্রিতে ডাউনলোড করে নিন 




কারা সিপিএ মার্কেটিং শিখতে পারবে ?


  • বর্তমানে ইন্টারনেট সম্পর্কে যাদের ন্যূনতম জ্ঞান রয়েছে । 

  • যারা অনলাইন থেকে আয় করার জন্য চেষ্টা করতেছি কিন্তু  পারতেছেন না । 

  •  যে ব্যক্তি কম্পিউটারের প্রত্যেক দিন তিন থেকে চার ঘণ্টা সময় দিতে পারবেন তাদের জন্য । 


অ্যাফিলিয়েট কিংবা সিপিএ (CPA) মার্কেটিংয়ের কাজ শেখার জন্য কিন্তু  ১ বছর  থেকে ৬ মাস  এর জন্য কোন ডিগ্রী ভিত্তিক কোর্স করা দরকার হবে না। ভালো কোন প্রতিষ্ঠান থেকে দুই থেকে তিন মাসের কোর্স করলে সেটাই যথেষ্ট ।




কনটেন্ট তৈরি করা আর লিংক প্রমোশন করা -



সবার প্রথমে আপনাদের এই যে বিষয়টি নির্ধারণ করতে হবে সেটা হচ্ছে , আপনার কোন বিষয় নিয়ে এখানে কাজ করতে চান। আর এটা হতে পারে কিন্তু  স্বাস্থ্য, সাজসজ্জা কিংবা প্রযুক্তিসহ  অনেক কিছুই হতে পারে। কিভাবে সুন্দর করে একটা কনটেন্ট তৈরি করা যায়, আর সেটা কিভাবে সাজানো যায় তারপরে লিংক কিভাবে প্রমোট করা যায়, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে ।  অন্য যারা অর্থাৎ সিপিএ মার্কেটের রয়েছে তারা তাদের কাজকর্ম গুলো কিভাবে পরিচালনা করতেছে , সেটা প্রথমে আপনাদেরকে জেনে নিতে হবে আর তারপরে তাদের থেকে ভালোভাবে আপনাদের কাজ করতে হবে তাহলে আপনারা তাদেরকে টপকিয়ে আপনারা তাদের জায়গা দখল করতে পারবেন। অর্থাৎ আপনারা সফল হতে পারবেন যদি আপনার কম্পিটিটর যারা তাদের থেকে ভালো কিছু ভিজিটরদের দিতে পারেন তাহলে আপনারই লাভ হবে । 



নিজেদের ওয়েবসাইট বা অন্য কোন জায়গায় কনটেন্ট তৈরি করে লিঙ্ক প্রমোট করলে কিন্তু, গুগলের প্রথম পেইজে অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিনের প্রথম পেজে রেঙ্ক হওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে। আর এই ক্ষেত্রে কিন্তু আপনারা কনটেন্ট (লিংক) অনেক উপায়ে প্রমোশন করতে পারবেন। যেমন ধরুন যে, বিভিন্ন সামাজিক মাধ্যম যেগুলো রয়েছে, সে গুলোতে শেয়ার করতে পারেন, গুগল, ফেসবুক আর অন্যান্য সহজে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো রয়েছে, সে খানে আপনার বিজ্ঞাপন দিতে পারেন, ই–মেইল মার্কেটিং করতে পারেন, এসইও করতে পারেন। এই সমস্ত কাজ গুলো করতে পারেন আপনারা । 



  সিপিএ মার্কেটিং কাজ করতে হলে যে সকল বিষয় জানতে হবে - 


কাজ শুরু করতে যাওয়ার আগেই আপনাদেরকে কিন্তু অবশ্যই সিপিএ প্রোগ্রামের যে শর্তগুলো তারা দিয়েছে, সে যতগুলো আপনাদেরকে জানতে হবে। মনে করুন যে, যুক্তরাষ্ট্রের কোনো ব্যাংকে  যদি ক্রেডিট কার্ডের জন্য সিপিএ প্রোগ্রাম চালিয়ে থাকে, তা হলে কিন্তু তারা শর্ত জুড়ে দিতে পারে এক্ষেত্রে যে শুধুমাত্র আমেরিকান ভিজিটর হলেই তারা কমিশন দেবে, অন্য কোন দেশ থেকে ভিজিটর আসলে তারা কমিশন দেবে না। আর এই ক্ষেত্রে যদি আপনাদের প্রমোট করার লিংক দিয়ে অন্য কোন দেশের ভিজিটর আসে তাহলে তো আপনাদের কোন লাভ নেই এখানে।  

তাই সবার প্রথমে আপনাদেরকে যে বিষয়গুলো জেনে নিতে হবে - 


• বাংলাদেশ থেকে  একাউন্ট  তৈরি করা যাবে কিনা । 

•  কোন কোন উপায়ে পেমেন্ট নেওয়া যাবে । 

• বাংলাদেশ থেকে পেমেন্ট উঠানোর কোন ব্যবস্থা রয়েছে কিনা সেটা জানতে হবে । 

• কমিশন কি পরিমানে দিবে ।

• সর্বনিম্ন কমিশন হলে সেটা তোলা যাবে ।

•  কতদিন পর পর পেমেন্ট উঠানো যাবে  ইত্যাদি।



উপরে যে বিষয়গুলো বলেছি সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে কাজ শুরু করার আগে অবশ্যই জেনে নিতে হবে, জানার পরে কাজ শুরু করতে হবে । 




CPA Marketplace / CPA Network:


CPA network ভালো এমন এক ধরনের জায়গায় যেখানে কিন্তু আপনারা সিপিএ অফার  কিংবা কাজ খুব সহজেই পেয়ে যাবেন। বর্তমানে এখন অনেক ধরনের সিপিএ নেটওয়ার্ক আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। কিন্তু কথা হচ্ছে যে এত গুলো  সিপিএ নেটওয়ার্ক  থাকাটাই মানে যে সব গুলো বিশ্বস্ত তা কিন্তু নয়। আবার এমনও কিছু সিপিএ নেটওয়ার্ক রয়েছে  যাদের কাছে ভালো কাজের কোনো অফার নেই কিংবা কাজ থাকলেও সে গুলো, মানুষদের কোন উপকারে আসে না। যেমন মনে করুন  - এরকম আরো কিছু স্মৃতি নেটওয়ার্ক রয়েছে যারা, আসলে স্টুডেন্টদের  লোন দিবে বলে থাকে  ।  তারা আসলে সত্যিকার অর্থে কোন লোন দেয় না ।  

 

 

 

 তাই আপনাদেরকে সিপিএ নেটওয়ার্কের বিষয় একটু বেশি পরিমাণে সতর্ক থাকা লাগবে । 

 আর আমি আপনাদের সুবিধার জন্য এখানে কয়েকটা জনপ্রিয় বিশ্বস্ত সিপিএ নেটওয়ার্কের নাম বলে দিচ্ছি, আপনারা চাইলে এই নেটওয়ার্ক গুলোতে কাজ করতে পারেন - 

 

1. Cpagrip.com

2. adworkmedia.com

3. cpalead.com

4. Peerfly.com







সিপিএ মার্কেটিং করতে হলে যে সকল বিষয়গুলো লাগবে জেনে নিন - 

 

যেহেতু, CPA Marketing আর Affiliate marketing এর কাজ করার ধরন সম্পূর্ণ এক রকমেরই   ,  আর তাই সে জন্য কিন্তু এফিলিয়েট মার্কেটিং করতে যে সকল বিষয় গুলো লাগে, সিপিএ মার্কেটিং  করার সময় কিন্তু আপনাদের সেই সকল বিষয় গুলো লাগবে । কিন্তু তার পর ও আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি, আপনাদের যে সকল বিষয় গুলো লাগবে, সিপিএ মার্কেটিং করতে হলে  - 

  •  প্রথমে আপনাদের একটা ভালো  ভিজিটর  আর   ট্রাফিক বেশি আসে সে রকমের একটা ওয়েবসাইট লাগবে ,  অর্থাৎ ওয়েবসাইট কিংবা আপনাদের ইউটিউব চ্যানেল থাকা লাগবেই  ।  অর্থাৎ যেখানে আপনারা আপনাদের সিপিএ  লিংকটা শেয়ার করবেন ।  

  •  তারপর আপনাদেরকে ভালো মানের একটা  সিপিএ নেটওয়ার্কের   সঙ্গে যুক্ত হতে হবে। তার পরে সে খানে আপনাদেরকে পাবলিশার হিসাবে রেজিস্ট্রেশন করে নিতে হবে । 

  •  আর তার পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনাদের দক্ষতার বিষয়টা। অর্থাৎ সিপিএ নেটওয়ার্ক থেকে যে কাজ গুলো আপনারা পেয়ে গেছেন, সে গুলো আপনাদের ইউজার কিংবা ট্রাফিক ধারা করানোতে উৎসাহিত করে তোলা লাগবে। আর তার জন্য কিন্তু আপনাদেরকে বেশ ভালো মানের কন্টেন্ট আর তার সাথে সাথে রিভিউ পোস্ট  কি ভাবে বানায় সে গুলো অর্থাৎ, এই বিষয় গুলো আপনাদেরকে শিখতে হবে। একটা কথা মনে রাখবেন, সিপিএ শেখার  আসল বিষয়টা কিন্তু এখানে । 

  • কাজ গুলো করে দেওয়ার বিনিময়ে আপনারা আপনাদের টাকা কি ভাবে নিতে পারবেন,  অর্থাৎ পেমেন্ট সিস্টেম ভেরিফাই করার জন্য আপনাদের কি কি দরকার হবে। যেমনঃ বিদেশী ক্লাইন্ট এর কাজ যদি আপনারা করতে চান তা হলে, কিন্তু আপনাদের পেপাল অ্যাকাউন্ট থাকা লাগবে ।

 এইগুলো লাগবে শুধু। এই সকল জিনিস গুলো যদি আপনাদের থেকে থাকে কিংবা যদি মনে করে থাকেন, আপনারা যে আপনারা এ গুলো জোগাড় করে নিতে পারবেন। তাহলে সিপিএ মার্কেটিং এর কাজে আপনাদেরকে স্বাগতম । 



কিভাবে সিপিএ মার্কেট থেকে টাকা তুলবেন জেনে নিন - 



সিপিএ মার্কেট থেকে অনেক পদ্ধতিতেই আপনার টাকা তুলতে পারবেন। কিন্তু সব সিপিএ  মার্কেটপ্লেস কিন্তু একই সিস্টেম এর নয়। কিছু কিছু মার্কেট হয়েছে যারা ৩০ দিন পরপর পেমেন্ট করে,  আবার কোনোটা রয়েছে যারা ১৫ দিন পরে পরে পেমেন্ট করে দেয়, আবার কয়েকটা রয়েছে  যারা সাতদিন পর পর  পেমেন্ট দিয়ে থাকে।

 

সিপিএ মার্কেট থেকে আপনারা চেকের মাধ্যমে  (check), paypal / পাইনিয়ার, ব্যাংকে টান্সফার করে নিতে পারেন কিংবা আপনারা চাইলে electronic funds transfer (EFT)  এর মাধ্যমে টাকা তুলে নিতে পারবেন । 


আপনাদের একাউন্টে সাধারণত যখন 50 থেকে 100 ডলার হয়ে যাবে তখনই আপনারা এগুলো থেকে টাকা  Withdraw  করতে পারবেন । 

 

  • আমাদের শেষ কথা - 


সিপিএ মার্কেটিং বর্তমান যুগে এখন কিন্তু অনেকের কাছেই অন্যদিকে করে সবথেকে জনপ্রিয় একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। অনেকেই রয়েছেন যারা সিপিএ মার্কেটিং কাজ করার মাধ্যমে ঘরে বসে লাখ লাখ টাকা আয় করতেছেন খুব সহজেই ।  

 

আপনারা চাইলে কিন্তু কিছু নিয়মকানুন মেনে তারপরে এই সিপিএ মার্কেটিং এর কাজ করে আয় করতে পারেন । 

 

আজকে আমাদের এই আর্টিকেল এর ভিতরে সিপিএ মার্কেটিং সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি । 


إرسال تعليق (0)
أحدث أقدم