অনলাইনে জমির খতিয়ান যাচাই করার নিয়ম

জমির খতিয়ান যাচাই


আপনি আপনার স্মার্টফোন অথবা ল্যাপটপের মাধ্যমে জমির খতিয়ান যাচাই করতে পারেন। মোবাইল ফোন অথবা ল্যাপটপ থেকে যে কোন একটা ব্রাউজার ওপেন করুন। ব্রাউজারে গিয়ে land.gov.bd এই লিংকে প্রবেশ করুন। এটা হল হলো ভুমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের লিংক। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি ছবির মত একটি অপশন দেখতে পাবেন "ডিজিটাল ল্যান্ড রেকর্ড"। এই অপশনটিতে ক্লিক করুন। নতুন একটা পেজ ওপেন হবে। নতুন পেজে একটি অপশন পাবেন "খতিয়ান"। খতিয়ান অপশনটিতে ক্লিক করুন। 

জমির খতিয়ান,জমির খতিয়ান বের করার নিয়ম,জমির মালিকানা যাচাই,আর এস খতিয়ান,জমির মালিক যাচাই,জমির রেকর্ড যাচাই,জমির দাগ খতিয়ান,অনলাইন খতিয়ান যাচাই,জমির কাগজপত্র যাচাই,অনলাইনে জমির মালিকানা যাচাই,জমির মালিকানা বের করার উপায়,খতিয়ান,এস এ খতিয়ান যাচাই,খতিয়ান দিয়ে জমির মালিকানা যাচাই,জমির খতিয়ান দেখার নিয়ম,জমির খতিয়ান,অনলাইনে জমির খতিয়ান দেখার নিয়ম,সি এস খতিয়ান,অনলাইনে আর এস খতিয়ান যাচাই করুন,জমির দলিল যাচাই,জমির খতিয়ান বের করার নিয়ম
জমির খতিয়ান যাচাই


এরপর আপনার সকল তথ্য দিয়ে ফর্ম টা পূরণ করতে হবে। 
ফর্ম পূরণ করার জন্য প্রথমে আপনাকে বিভাগ নির্বাচন করতে হবে, জমিটি যেই বিভাগে আছে সেই বিভাগ, এরপর জেলা। আপনি কোন ধরনের খতিয়ান নিতে চান সেটা সিলেক্ট করতে হবে। 
এরপর আপনাকে উপজেলা নির্বাচন করতে হবে। জমিতে যেই উপজেলায় আছে সেটা সিলেক্ট করবেন । জমি কোন মৌজায় রয়েছে সেটাও নির্বাচন করতে হবে। সবশেষে আপনাকে খতিয়ান নং অথবা দাগ নং অথবা মালিকের নাম দিয়ে নিচের ক্যাপচাটি পূরণ করতে হবে এবং "অনুসন্ধান করুন" বাটনের ক্লিক করতে হবে। 

অনুসন্ধান বাটনে ক্লিক করলেই জমির দাগ নাম্বার এবং মালিকের নাম , মালিকের পিতার নাম এবং এলাকার নাম দেখতে পারবেন। 

এখন যদি আপনি সার্টিফাইড কপি নিতে চান তাহলে আপনাকে আলাদা করে আবেদন করতে হবে। 

জমির খতিয়ানের সার্টিফাইড কপি আবেদন করার নিয়ম 

সার্টিফাইড কপি পেতে হলে আপনাকে "আবেদন করুন" লেখাটিতে ক্লিক করতে হবে। 
এরপর খতিয়ান নকল টাইপ "সার্টিফাইড কপি" সিলেক্ট করুন। 
অফিস থেকে আপনার জেলা প্রশাসকের কার্যালয় নির্বাচন করুন । 
ডেলিভারি প্রয়োজন, এখানে সাধারণ অথবা আপনার জরুরী প্রয়োজন হলে জরুরী সিলেক্ট করুন। 
খতিয়ানের কপিটি পেতে চান সেটি সিলেক্ট করুন অফিস কাউন্টার এবং ডাকযোগ দুই মাধ্যমে নিতে পারবেন। 

জমির খতিয়ান,জমির খতিয়ান বের করার নিয়ম,জমির মালিকানা যাচাই,আর এস খতিয়ান,জমির মালিক যাচাই,জমির রেকর্ড যাচাই,জমির দাগ খতিয়ান,অনলাইন খতিয়ান যাচাই,জমির কাগজপত্র যাচাই,অনলাইনে জমির মালিকানা যাচাই,জমির মালিকানা বের করার উপায়,খতিয়ান,এস এ খতিয়ান যাচাই,খতিয়ান দিয়ে জমির মালিকানা যাচাই,জমির খতিয়ান দেখার নিয়ম,জমির খতিয়ান,অনলাইনে জমির খতিয়ান দেখার নিয়ম,সি এস খতিয়ান,অনলাইনে আর এস খতিয়ান যাচাই করুন,জমির দলিল যাচাই,জমির খতিয়ান বের করার নিয়ম
অনলাইনে জমির খতিয়ান যাচাই



এরপর আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার, আপনার জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার দিয়ে "যাচাই করুন" অপশনে ক্লিক করুন। আপনার দেয়া তথ্য সঠিক হলে নিজের ঘর গুলো অটোমেটিক পূরণ হয়ে যাবে। 

এরপর আপনাকে ফি প্রদান করতে হবে। ফি প্রদানের মাধ্যম হিসেবে আপনি একপে এবং উপায়ে এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। 
পেমেন্ট করা হয়ে গেলে নির্দিষ্ট সময়ে আপনি খতিয়ানের সার্টিফাইড কপি পেয়ে যাবেন। 


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন