Uttar Shyampur | উত্তর শ্যামপুর | Uttar Shyampur village

খোকসা উপজেলার কুষ্টিয়া জেলার একটি গ্রাম উত্তর শ্যামপুর। গ্রামটি জয়ন্তীহাজরা ইউনিয়নের অন্তর্ভুক্ত। খোকসা উপজেলা থেকে ৭ কিলোমিটার এবং কুষ্টিয়া  জেলা থেকে ৩০ কিলোমিটার দূর।

Uttar Shymapur village


গ্রামটিতে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, উত্তর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের পাশেই রয়েছে পোষ্ট অফিস। উত্তর শ্যামপুর গ্রামে রয়েছে সুবিশাল খেলার মাঠ। বিদ্যুৎ এবং যোগাযোগের সুব্যবস্থা রয়েছে। খোকসা স্টেশন এবং বাস স্ট্যান্ড থেকে অটো রিক্সা বা ভ্যান যোগে আসতে পারবেন এই গ্রামে। গ্রামে আসার পথে অনেক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। রয়েছে পিচঢালা রাস্তা। 

Uttar Shymapur kali mondir


গ্রামে রয়েছে হাজারো অধিক লোকের বসবাস। রয়েছে দুইটি দুর্গা মন্দির এবং একটি কালী মন্দির। গ্রামের লোকের প্রধান পেশা কৃষি কাজ হলেও এখন অনেকে চাকরির দিকে ঝুঁকছে।  যেটা গ্রামের অর্থনীতিতে বেশ প্রভাব ফেলছে। বর্তমানে গ্রামে সকল পেশার মানুষ রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন