এক অ্যাম্পিয়ার প্রবাহ কাকে বলে ?  এক অ্যাম্পিয়ার প্রবাহ কি? 
উত্তর : শূন্য মাধ্যমে । m দূরত্বে অবস্থিত অসীম দৈর্ঘ্যের এবং উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের দুটি সমান্তরাল সরল পরিবাহীর প্রত্যেকটিতে যে পরিমাণ প্রবাহ চললে পরস্পরের মধ্যে প্রতি মিটার দৈর্ঘ্যে 2 x 107 N বল উৎপন্ন হয় তাই এক অ্যাম্পিয়ার।
| অ্যাম্পিয়ার কি | 
আরও পড়ুন