আশা এনজিও লোন পদ্ধতি

আশা এনজিও থেকে লোন নেওয়ার উপায়



অনেকেই আশা এনজিও থেকে লোন নিতে চাই, কিন্তু কিভাবে নিতে হয় বা আবেদন করতে হয় সেইটা আমরা অনেকেই হয়তো জানি না, আজকে আলোচনা করা হবে আশা এনজিও লোন পদ্ধতি সম্পর্কে। 


আশা এনজিও লোন পদ্ধতি,আশা এনজিও লোন,এনজিও থেকে লোন,asa ngo loan system,আশা এনজিও,আশা ব্যাংক লোন,আশা এনজিও ওয়েবসাইট,আশা সমিতি
আশা এনজিও লোন পদ্ধতি


আপনারা সহজেই আশা এনজিও থেকে ক্ষুদ্র এবং মাঝারি লোন গ্রহণ করতে পারবেন। ক্ষুদ্র ও মাঝারি ধরনের লোন বলতে বোঝায় ১০০০০ টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত আশা এনজিওর মাধ্যমে লোন নিতে পারবেন। বিস্তারিত জানতে পুরো লেখাটি পড়ুন। 



আশা এনজিও থেকে লোন নিতে কি কি লাগবে


আশা এনজিও থেকে লোন নিতে হলে আপনাকে অবশ্যই বিবাহিত হতে হবে এবং আপনার কাজ করার সামর্থ্য থাকতে হবে। কোন কাজ ব্যতীত আশা এনজিও আপনাকে লোন দিবে না। কি কাজের জন্য লোন নিবেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে। আশা ব্যাংক থেকে আপনি যত পরিমাণ টাকা লোন নিন না কেন সেটা আপনাকে ৪৫ কিস্তির মধ্যে পরিশোধ করতে হবে। 



আশা এনজিও থেকে লোন নিতে আপনার শুধু একটা বাড়ি থাকলেই যথেষ্ট। অন্যান্য ডকুমেন্ট প্রয়োজন হবে না। ঋণ নিয়ে আপনাকে এমন কিছু একটা করতে হবে যেটার মাধ্যমে আপনি তাদের টাকা পরিশোধ করতে পারবেন। 



আশা এনজিও মোবাইল নাম্বার +880258155614


আশা এনজিও ই-মেইল এড্রেস : media@asabd.org


আশা ব্যাংকের ওয়েবসাইট এড্রেস : http://asa.org.bd/




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন