নীতি কাকে বলে

নীতি কি?  নীতি  কাকে বলে ?



উত্তর - নীতি বলতে এমন একটি নিয়মকে বোঝায় যা অবশ্য পালনীয়, প্রকৃতির নিয়মের মতোই যা অনিবার্য। পদার্থবিজ্ঞানে নীতির অস্তিত্ব অপরিহার্য। এটি যে কোনো ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্য হিসেবে কাজ করে এবং নীতি অগ্রাহ্য করে কোনো ফলপ্রসূ পরীক্ষা চালিয়ে যাওয়া সম্ভব নয়। 

যেমন: শক্তির সংরক্ষণশীলতা নীতি, শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, কেবল একরূপ থেকে অন্যরূপে পরিবর্তন আছে।' নীতি সব সময় প্রমাণ করা সম্ভব হয় না বরং আমাদের পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণের উপরই এটি গড়ে ওঠে।


আরও পড়ুন - অনুকল্প  কাকে বলে ?

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন