ডাচ-বাংলা ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট কত দেয়

ডাচ বাংলা ব্যাংক ফিক্সড ডিপোজিট

আপনার হাতে কিছু টাকা আছে। আপনি কি সেই টাকা ব্যাংকে তিন মাস, ছয় মাস অথবা ১ বছর মেয়াদী রাখতে চান। আপনি যদি আপনার টাকাটি এমন একটি ব্যাংকে রাখতে চান যেখানে আপনার টাকাটি ১০০% নিরাপদে থাকবে তাহলে আজকের লেখাটি আপনার জন্য। আজকের লেখাতে আলোচনা করবো ডাচ্ বাংলা ব্যাংকের  ফিক্সড ডিপোজিট বা এফডিআর নিয়ে। ডাচ্ বাংলা ব্যাংকের এফডিআর করতে কি কি কাগজপত্র লাগবে। ১ লক্ষ টাকায় আপনি কত টাকা মুনাফা পাবেন। এসব কিছু নিয়ে আজকে আলোচনা করব।  সেজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো। 

ডাচ বাংলা ব্যাংক ফিক্সড ডিপোজিট,ডাচ বাংলা ব্যাংক,ডাচ বাংলা ব্যাংক ডিপোজিট,ডাচ বাংলা ব্যাংক সেভিংস প্লাস ডিপোজিট একাউন্ট,ডাচ বাংলা ব্যাংক এফডিআর,ডাচ বাংলা ব্যাংক ডিপিএস লাভ কত,ডাচ বাংলা ব্যাংক ডিপিএস সুবিধা,ডাচ বাংলা ব্যাংক এ ১ লক্ষ টাকা,ডাচ বাংলা ব্যাংক ডিপিএস খোলার নিয়ম,ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভাল,ডাচ বাংলা ব্যাংকের এফডিআর,ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংক,ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং ডিপিএস
ডাচ-বাংলা ব্যাংক ফিক্সড ডিপোজিট

ডাচ্ বাংলা ব্যাংকের এফডিআর  কারা করতে পারবে? 

ডাচ্ বাংলা ব্যাংকের  এফডিআর কিনতে হলে অবশ্যই আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর  বা এর উপরে। আবেদনকারীর অবশ্যই ভোটার আইডি কার্ড বা একটি পাসপোর্ট থাকতে হবে। 

ডাচ্ বাংলা ব্যাংকেরএফডিআর  কিনতে কি কি কাগজপত্র লাগবে? 

  • আবেদনকারীর এক কপি ছবি। 
  • আবেদনকারী ভোটার আইডি কার্ডে  অথবা পাসপোর্টের কপি।
  • নমিনির এক কপি ছবি। 
  • নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ছবি। 

ডাচ্ বাংলা ব্যাংকের  গুরুত্বপূর্ণ বিষয়  হল এর ইন্টারেস্ট রেট।ডাচ্ বাংলা ব্যাংকের এফডিআর বিভিন্ন মেয়াদী হয়ে থাকে।  ৩ মাস , ৬ মাস , ১২ মাস, ২৪  মাস এবং ৩৬ মাস মেয়াদী।  ডাচ্ বাংলা ব্যাংকের মুনাফার হার নির্ভর করে  এর মেয়াদের উপর। অর্থাৎ যত বেশি হবে তার ইন্টারেস্ট  রেট ততো বেশি হবে। 
  • ৩ মাস মেয়াদী ডাচ্ বাংলা ব্যাংকের এফডিআর মুনাফার হার হচ্ছে ৫.৬০%।
  • ৬  মাস মেয়াদী ডাচ্ বাংলা ব্যাংকের মুনাফায় ৬.৭০%। 
  • ১২/২৪/৩৬ ৎমাস মেয়াদী ডাচ্ বাংলা ব্যাংকের মুনাফায় ৫.৮০%। 

ডাচ্ বাংলা ব্যাংকের এফডিআরে আপনি প্রতি লাখ টাকায়  মেয়াদ শেষে  কত টাকা মুনাফা পাবেন ?


টাকা

টিন সহ

টিন ছাড়া

,০০,০০০  টাকা

১২৬০ টাকা

১১৯০ টাকা

,০০,০০০  টাকা

২৫২০  টাকা

২৩৮০ টাকা

,০০,০০০টাকা

৩৭৮০ টাকা

৩৫৭০ টাকা

,০০,০০০টাকা

৫০৪০ টাকা

৪৭৬০ টাকা


প্রথমে আমরা  দেখবো তিন মাস মেয়াদী  এফডিআরে ক্ষেত্রে।  আপনি ডাচ-বাংলা ব্যাংকের এফডিআর টিন সহ করতে পারবেন অথবা টিন ছাড়া করতে পারবেন। আপনি যদি টিন  ছাড়া সার্টিফিকেট জমা দেন তাহলে  ৫% ইন্টারেস্ট বেশি পাবেন।  আপনি যদি ১ লক্ষ টাকা তিন মাস মেয়াদী ডাচ বাংলা ব্যাংকে  এফডিআর  করেন টিন সহ করেন তাহলে তিন মাস পর পাবেন ১২৬০  টাকা ।টিন ছাড়া করেন তাহলে পাবেন ১১৯০  টাকা। ২ লক্ষ টাকা তিন মাস মেয়াদী এফডিআর করলে আপনার টিন সহ করলে পাবেন তিন মাস পর ২৫২০  টাকা এবং টিন ছাড়া করলে পাবেন ২৩৮০ টাকা।  তিন লক্ষ টাকার এফডিআর করলে আপনি তিন মাস পরে  টিন সহ করেন পাবেন ৩৭৮০  টাকা এবং টিন ছাড়া  করলে পাবেন ৩৫৭০  টাকা। চার লক্ষ টাকার এফডিআর করলে তিন মাস পরে টিন সহ  যদি করেন তাহলে পাবেন ৫০৪০ টাকা এবং টিন  ছাড়া করেন তাহলে পাবেন ৪৭৬০ টাকা। এখন যদি আপনি ৫  লক্ষ টাকা তিন মাস মেয়াদী এফডিআর করেন তাহলে তিন মাস পরে যদি টিন সহ করেন তাহলে পাবেন ৬৩০০  টাকা  টিন ছাড়া করেন তাহলে পাবেন ৫৯৫০ টাকা। 

ডাচ্ বাংলা ব্যাংক ৬ মাস মেয়াদী এফডিআর এর ক্ষেত্রে


টাকা

টিন সহ

টিন ছাড়া

,০০,০০০  টাকা

২৫৬৫ টাকা

২৪২২  টাকা

,০০,০০০ টাকা

৫১৩০ টাকা

৪৮৪৫ টাকা

,০০,০০০  টাকা

৭৬৯৫ টাকা

৭২৬৭ টাকা

,০০,০০০ টাকা

১০২৬০ টাকা

৯৬৯০ টাকা


যদি আপনি এক লক্ষ টাকার  এফডিআর  করেন ৬ মাস মেয়াদী। তাহলে  পিন  সহ করলে পাবেন ২৫৬৫ টাকা। টিন ছাড়া যদি করেন তাহলে পাবেন ২৪২২  টাকা। ২লক্ষ টাকায় ৬ মাস মেয়াদী করেন তাহলে টিন সহ পাবেন ৫১৩০ টাকা  এবং টিন ছাড়া  করলে পাবেন ৪৮৪৫ টাকা। তিন লক্ষ টাকায় যদি করেন ছয় মাস মেয়াদী তাহলে টিন সহ করলে পাবেন ৭৬৯৫ টাকা এবং টিন ছাড়া করেন তাহলে ৭২৬৭ টাকা।  চার লক্ষ টাকায় ৬ মাস মেয়াদী এফডিআর করলে আপনি পাবেন ছয় মাস পরে  ১০,২৬০ টাকা যদি টিন সহ করেন। আর টিন ছাড়া করেন তাহলে পাবেন ৯৬৯০ টাকা। এবং যদি ৫ লক্ষ টাকায় ৬ মাস মেয়াদী এফডিআর করেন  তাহলে  পিন হিসাব করলে পাবেন ১২৮২৫  টাকা এবং  পিন ছাড়া করলে ১২১১২ টাকা।

ডাচ্ বাংলা ব্যাংক ১২ মাস মেয়াদী এফডিআর

টাকা

টিন সহ

টিন ছাড়া

১০০০০০ টাকা

৫২২০ টাকা

৪৯৩০ টাকা

২০০০০০ টাকা

১০৪৪০ টাকা

৯৮৬০ টাকা

৩০০০০০০ টাকা

১৫৬৬০ টাকা

১৪৭৯০ টাকা

৪০০০০০ টাকা

২০৮৮০ টাকা

১৯৭২০ টাকা



যদি আপনি এক লক্ষ টাকার  এফডিআর  করেন ৬ মাস মেয়াদী। তাহলে  পিন  সহ করলে পাবেন ২৫৬৫ টাকা। টিন ছাড়া যদি করেন তাহলে পাবেন ২৪২২  টাকা। ২লক্ষ টাকায় ৬ মাস মেয়াদী করেন তাহলে টিন সহ পাবেন ৫১৩০ টাকা  এবং টিন ছাড়া  করলে পাবেন ৪৮৪৫ টাকা। তিন লক্ষ টাকায় যদি করেন ছয় মাস মেয়াদী তাহলে টিন সহ করলে পাবেন ৭৬৯৫ টাকা এবং টিন ছাড়া করেন তাহলে ৭২৬৭ টাকা।  চার লক্ষ টাকায় ৬ মাস মেয়াদী এফডিআর করলে আপনি পাবেন ছয় মাস পরে  ১০,২৬০ টাকা যদি টিন সহ করেন। আর টিন ছাড়া করেন তাহলে পাবেন ৯৬৯০ টাকা। এবং যদি ৫ লক্ষ টাকায় ৬ মাস মেয়াদী এফডিআর করেন  তাহলে  পিন হিসাব করলে পাবেন ১২৮২৫  টাকা এবং  পিন ছাড়া করলে ১২১১২ টাকা।


১ লক্ষ টাকায় এক বছর পর পবেন ৫২২০ টাকা। আর  টিন ছাড়া করেন তাহলে ৪৯৩০ টাকা। ২ লক্ষ টাকায় ১২ মাস মেয়াদী করলে পাবেন টিন সহ ১০,৪৪০  টাকা এবং টিন ছাড়া  ৯৮৬০ টাকা। তিন লক্ষ টাকার এফডিআর করলে ১২  মাস পরে পাবেন  টিন সহ ১৫,৬৬০ টাকা আর টিন ছাড়া করেন ১৪,৭৯০ টাকা। চার লক্ষ টাকায় পাবেন এক বছর পরে ২০,৮৮০  টাকা টিন সহ। আর যদি টিন ছাড়া করেন তাহলে ১৯৭২০  টাকা ।এবং ৫ লক্ষ টাকায় এক বছর পরের টিন সহ ২৬,১০০ টাকা এবং টিন ছাড়া  পাবেন  ২,৬৫০ টাকা। 

ডাচ্ বাংলা ব্যাংক  এফডিআরের কিছু গুরুত্বপূর্ণ বিষয় 

১) আপনি যে মেয়াদ শেষে মুনাফা পাবেন সেটি আপনি ডাচ্ বাংলা ব্যাংকের একাউন্টে নিতে পারবেন। আপনার ব্যাংকে গিয়ে মেয়াদে  শেষে মুনাফা ম্যানুয়ালি উত্তোলন করতে হবে না। 
২) আপনি ডাচ্ বাংলা ব্যাংকে এফডিআর  লোনও নিতে পারবেন। এক্ষেত্রে যদি আপনারএক লক্ষ টাকার এফডিআর থাকে তাহলে আপনি  ৯০ পার্সেন্ট লোন নিতে পারবেন। 
৩) এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেকেরই ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ডের প্রয়োজন হয়।কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে সেটি পান না। আপনি খুব সহজেই ডাচ-বাংলা ব্যাংকের এফডিআর দ্বারা ক্রেডিট কার্ড নিতে পারবেন। এক্ষেত্রে আপনার যদি ১ লক্ষ টাকার একটি এফডিআর থাকে তাহলে আপনি ৯০,০০০ টাকা লিমিটেড একটি ক্রেডিট কার্ড পাবেন এবং সেটি আপনি ডুয়েল কারেন্সি করে নিতে পারবেন। 
৪) টিন সার্টিফিকেট জমা দিলে আপনি ৫% মুনাফা বেশি পাবেন। 
৫) এছাড়া ডাচ্ বাংলা ব্যাংকের এফডিআর কিন্তু অটো রিনিউ ফ্যাসিলিটি রয়েছে। যেমন যদি আপনার তিন মাস মেয়াদী এফডিআর করেন। আপনি  যদি  তিন মাস পর সেটি ভেঙে ফেলতে  না চান তাহলে সেটি অটোমেটিক্যালি অটো রিনিউ হয়ে যাবে। সেটা নতুন করে আবার পড়তে হবে না। 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন