সুপার মুন কি ? What is super moon? পিংক মুন

সুপার মুন হলো স্বাভাবিক এর তুলনায় বড় চাঁদ 🌙

নাসা জানায় কক্ষ পথে প্রদক্ষিণ করতে করতে একসময় পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে চাঁদ। ঐসময় পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী চাঁদ আর সূর্য থাকে ঠিক একে অন্যের বিপরীতে। তখন খালি চোখে চাঁদকে দেখে অনেক বড় মনে হয়। 

১৯৭৯ সালে এমন চাদের নাম দেওয়া হয় সুপার মুন। ২০২১ সালে সেটিকে পিংক সুপার মুন নাম দেওয়া হয়েছে।

সুপার মুন


পৃথিবীর সাথে চাঁদের দূরত্ব কমে যাওয়ায় সাধারন পুর্ণিমার চাঁদের তুলনায় দেখাচ্ছিল ১৫ গুন বড় এবং ৩০ ভাগ বেশি আলোকিত। 

বায়ুমণ্ডলের অক্সিজেন এবং নাইট্রোজেনের কণার পরিমানের উপর নির্ভর করে চাদের রং। কিন্তু বসন্ত মৌশুমে আমেরিকা মহাদেশে ফোটা পিংক ফ্লক্স ফুলের নামে নাসা করেছে এই পূর্ণ চন্দ্রের নাম করন।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন