জিরো আয়কর রিটার্ন দাখিলের নিয়ম

জিরো রিটার্ন দাখিল করার নিয়ম


আপনার যদি ই-টিন থেকে থাকে তাহলে আপনাকে বাধ্যতামূলকভাবে রিটার্ন সাবমিট করতে হবে। বর্তমানে অনেকেরই বিভিন্ন কাজের ক্ষেত্রে ই টিন সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে। আপনাকে প্রতি বছরই রিটার্ন সাবমিট করতে হবে। আপনার যদি কর যোগ্য আয় না হয় তাহলে জিরো রিটার্ন সাবমিট করতে হবে। এখন অনলাইনে বসেই ট্যাক্স জমা দেয়া যায়। কিভাবে ঘরে বসে জিরো রিটার্ন জমা দেবেন সেটা জানতে পুরো লেখাটি পড়ুন। 



আয়কর রিটার্ন সাবমিট করার ক্ষেত্রে e-Return ওয়েবসাইটে প্রবেশ করুন। ওয়েবসাইট লিংক https://etaxnbr.gov.bd । জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ এর ওয়েবসাইট ওপেন হবে। এখান থেকে eReturn অপশন ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনাকে লগইন করতে বলবে। যদি প্রথমবার রিটেন সাবমিট করে থাকেন তাহলে একাউন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য নিচে দেয়া রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। 



আয়কর রিটার্ন দাখিল,আয়কর রিটার্ন দাখিলের নিয়ম,আয়কর রিটার্ন জমা দেওয়ার নিয়ম,অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের নিয়ম,জিরো রিটার্ন দাখিল করার নিয়ম,জিরো রিটার্ন দাখিলের নিয়ম,জিরো আয়কর রিটার্ন দাখিলের নিয়ম,অনলাইনে আয়কর রিটার্ন দাখিল,অনলইনে আয়কর রিটার্ন দাখিল,সঞ্চয়পত্রের নতুন নিয়ম ২০২১,টিন সার্টিফিকেট নিয়ে এখনো যারা রিটার্ন দাখিল করেননি,আয়কর রিটার্ন,অনলাইনে শূন্য ভ্যাট রিটার্ন দাখিল করার নিয়ম,রিটার্ন দাখিল,জিরো রিটার্ন দাখিল,জিরো রিটার্ন জমা দেওয়ার নিয়ম
শূন্য রিটার্ন দাখিল করার নিয়ম



রিটার্ন সাইন আপ করার ক্ষেত্রে প্রথমে আপনার টিন সার্টিফিকেট নাম্বার দিন , মোবাইল নাম্বার ( এক্ষেত্রে যেই জাতীয় পরিচয় পত্র দিয়ে ইটিন রেজিস্ট্রেশন করা, সেই জাতের পরিচয় পত্র দিয়ে রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার দিতে হবে।) তারপরে ক্যাপচা পূরণ করে ভেরিফাই ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠাবে। পরবর্তীতে ওটিপি এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করুন। আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে। এখন একাউন্টে নতুন করে লগইন করুন। লগইন করার ক্ষেত্রে আপনার ই-টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিন, ক্যাপচা পূরণ করে সাইন ইন এ ক্লিক করুন। 



সাইন ইন করার পরে আপনার সামনে আপনার ই-টিন সার্টিফিকেটের সকল তথ্য দেখবে। এখান থেকে কিছু পরিবর্তন করতে পারেন এপাশে দেখবেন দেওয়া রয়েছে প্যান আইকনে ক্লিক করে আপনার তথ্য গুলি চেঞ্জ করে নিতে পারবেন যদি কোন ভুল থাকে। যদি ভুল না থাকে তাহলে Save and continue বাটনে ক্লিক করুন।  ওয়েবসাইটের বাম পাশে উপরের দিকে রিটার্ন সাবমিশন নামে একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করুন। আপনাকে একটি পেজে নিয়ে যাবে, এখানে করদাতাকে প্রয়োজনীয় সকল তথ্য দিতে হবে, সকল তথ্য সঠিকভাবে দেয়া হলে Save and Continue বাট না ক্লিক করে পরবর্তি পৃষ্ঠায় যেতে হবে। 



আয়কর রিটার্ন দাখিলের নিয়ম,আয়কর রিটার্ন দাখিল,অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের নিয়ম,জিরো রিটার্ন দাখিল করার নিয়ম,আয়কর রিটার্ন জমা দেওয়ার নিয়ম,অনলাইনে আয়কর রিটার্ন দাখিল,রিটার্ন দাখিল,জিরো রিটার্ন দাখিলের নিয়ম,জিরো আয়কর রিটার্ন দাখিলের নিয়ম,অনলইনে আয়কর রিটার্ন দাখিল,আয়কর রিটার্ন,টিন সার্টিফিকেট নিয়ে এখনো যারা রিটার্ন দাখিল করেননি,টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম,অনলাইনে শূন্য ভ্যাট রিটার্ন দাখিল করার নিয়ম,সঞ্চয়পত্রের নতুন নিয়ম ২০২১
জিরো আয়কর রিটার্ন দাখিলের নিয়ম


সবগুলো পৃষ্ঠা সঠিকভাবে পূরণ করার পরে তার আয়কর রিটার্নের একটি সারসংক্ষেপ দেখানো হবে। সবকিছু ঠিক থাকলে View Return ক্লিক করুন। 

আয়কর রিটার্ন দাখিলের নিয়ম,আয়কর রিটার্ন দাখিল,অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের নিয়ম,জিরো রিটার্ন দাখিল করার নিয়ম,আয়কর রিটার্ন জমা দেওয়ার নিয়ম,অনলাইনে আয়কর রিটার্ন দাখিল,রিটার্ন দাখিল,জিরো রিটার্ন দাখিলের নিয়ম,জিরো আয়কর রিটার্ন দাখিলের নিয়ম,অনলইনে আয়কর রিটার্ন দাখিল,আয়কর রিটার্ন,টিন সার্টিফিকেট নিয়ে এখনো যারা রিটার্ন দাখিল করেননি,টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম,অনলাইনে শূন্য ভ্যাট রিটার্ন দাখিল করার নিয়ম,সঞ্চয়পত্রের নতুন নিয়ম ২০২১
জিরো আয়কর রিটার্ন দাখিলের নিয়ম


View Return ক্লিক করলে রিটার্ন ফর্মটি পূরণ অবস্থায় দেখাবে। আপনি পুনরায় আবার সেটি পরীক্ষা করে দেখবেন, যদি সব ঠিক থাকে তাহলে ভেরিফিকেশন বক্সে একটি টিক দিয়ে Submit Return ক্লিক করুন।  





উপরের ধাপগুলো ফলো করে আপনি সহজেই শূন্য রিটার্ন জমা দিতে পারবেন। 


যেহেতু আপনার জিরো রিটার্ন জমা দিচ্ছেন তার জন্য আপনাকে কোন ট্যাক্স দিতে হবে না। প্রাপ্ত রশিদ সংরক্ষণ করে রাখুন। 


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন