প্রাইম ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট

প্রাইম ব্যাংক এফডিআর 

প্রাইম ব্যাংক ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রাইম ব্যাংক এ ফিক্সড বা স্থায়ী ভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া। প্রাইম ব্যাংক ফিক্সড ডিপোজিট বা এফডি আর এ দিচ্ছে সর্বোচ্চ মুনাফা।

প্রাইম ব্যাংক এফডিআর,
প্রাইম ব্যাংক এফডিআর

প্রাইম ব্যাংক ফিক্সড ডিপোজিট এর মেয়াদ

প্রাইম ব্যাংক এর আকর্ষণীয় এফডিআর এর মেয়াদ হয়ে থাকে ১ মাস, ৩ মাস, ৪ মাস, ৬ মাস, ৭ মাস, ১২ মাস, ১৩ মাস, ২৪ মাস।
প্রাইম ব্যাংক এফডিআর এ সর্বনিন্ম ২% থেকে সর্বোচ্চ ৯.২৫% মুনাফা দিয়ে থাকে গ্রাহককে।

প্রাইম ব্যাংক ফিক্সড ডিপোজিট এর লোন সুবিধা

প্রাইম ব্যাংক গ্রাহককে এফডি আর এ আকর্ষণীয় মুনাফা দেয়ার পাশাপাশি গ্রাহকের অতীব জরুরী প্রয়োজনে ৯০% লোন সুবিধা প্রদান করে থাকে। এই লোন গ্রাহক এককালীন বা মাসিক বিত্তিরে পরিশোধ করতে পারবে।

প্রাইম ব্যাংক ফিক্সড ডিপোজিট এর মুনাফার হার 

  • প্রাইম ব্যাংক একমাস মেয়াদী এফডিআর এ মুনাফা দিয়ে থাকে ২%।
  • ৩ মাস মেয়াদী এফডিআর এ প্রাইম ব্যাংক মুনাফা দিয়ে থাকে ৭%।
  • ৪ মাস মেয়াদী এফডিআর এ প্রাইম ব্যাংক মুনাফা দিয়ে থাকে ৬.১৫%।
  • ৬ মাস মেয়াদী এফডিআর এ প্রাইম ব্যাংক মুনাফা দিয়ে থাকে ৯%।
  • ৭ মাস মেয়াদী এফডিআর এ প্রাইম ব্যাংক মুনাফা দিয়ে থাকে ৭%।
  • ১২ মাস বা ১ বছর মেয়াদী এফডিআর এ প্রাইম ব্যাংক মুনাফা দিয়ে থাকে ৯.২।
  • ১৩ মাস মেয়াদী এফডিআর এ প্রাইম ব্যাংক মুনাফা দিয়ে থাকে ৭%।
  • ১৪ মেয়াদী এফডিআর এ প্রাইম ব্যাংক মুনাফা দিয়ে থাকে ৭%।
  • ২ বছর বা তদূর্ধ মেয়াদী এফডিআর এ প্রাইম ব্যাংক মুনাফা দিয়ে থাকে

প্রাইম ব্যাংক ফিক্সড ডিপোজিট এর মুনাফা

  • ১ লক্ষ টাকায় ৩ মাস মেয়াদী প্রাইম ব্যাংক ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে ১,৭৫০ টাকা।
  • ১ লক্ষ টাকায় ৬ মাস মেয়াদী প্রাইম ব্যাংক ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে ৪,৫০০ টাকা।
  • ১ লক্ষ টাকায় ১ বছর মেয়াদী প্রাইম ব্যাংক ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে ৯,২৫০ টাকা।
  • ১০ লক্ষ টাকায় ৩ মাস মেয়াদী প্রাইম ব্যাংক ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে ১৭,৫০০ টাকা।
  • ১০ লক্ষ টাকায় ৬ মাস মেয়াদী প্রাইম ব্যাংক ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে ৪৫,০০০টাকা।
  • ১০ লক্ষ টাকায় ১ বছর মেয়াদী প্রাইম ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে ৯২,৫০০ টাকা ট্যাক্স কর্তনের পূর্বে।
অবশ্যই মনে রাখবেন আপনার টিন সার্টিফিকেট থাকলে মুনাফা থেকে ট্যাক্স কর্তন হবে ১০%। আপনার টিন সার্টিফিকেট না থাকলে মুনাফা থেকে ট্যাক্স কর্তন হবে ১৫%।

আরও পড়ুন - Southeast Bank Fixed Deposit Rate

মেয়াদ পূর্তির আগে এফডি আর এর টাকা উত্তোলন

অবশ্যই মনে রাখবেন, মেয়াদ পূর্তির আগে এফডি আর এর টাকা উত্তোলন করলে অবশ্যই এফডি আর এর মুনাফার হার এর পরিবর্তন হবে।

প্রাইম ব্যাংক ফিক্সড ডিপোজিট একাউন্ট খুলতে যা যা লাগবে

প্রাইম ব্যাংক এর আকর্ষনীয় এফডির আর একাউন্ট টি খুলতে 
  1. একাউন্ট হোল্ডারের এন আই ডি  কার্ড বা পাসপোর্ট, বা জন্ম নিবন্ধন এর ফটোকপি
  2. একাউন্ট হোল্ডারের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তার ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে।
  3. নমিনীর এন আই ডি, বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি
  4. নমিনীর ১ কপি ছবি অবশ্যই একাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে
  5. কারেন্ট বা চলতি হিসাবের ক্ষেত্রে অর্থ্যাৎ ব্যাবসায়ি হিসাবের ক্ষেত্রে অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে।
  6. গ্রাহকের ই-টিন সার্টিফিকেট যদি থাকে ।
ই-টিন সার্টিফিকেট থাকলে গ্রাহকের ট্যাক্স কর্তন হবে ১০%। ই- টিন সার্টিফিকেট না থাকলে গ্রাহকের ট্যাক্স ক্ররতন হবে ১৫% । 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন