ওয়েব ডিজাইনার এবং ওয়েব ডেভেলপার এর মধ্যে পার্থক্য

ওয়েব ডিজাইনার এবং ওয়েব ডেভেলপার এর মধ্যে পার্থক্য কি 


এই আর্টিকেল আপনি জানতে পারবেন ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের মূল পার্থক্য এবং এর পাশাপাশি ওয়েব ডিজাইনার কি নিয়ে কাজ করে ওয়েব ডেভেলপার কি নিয়ে কাজ করে। একজন ওয়েব ডেভেলপার এবং একজন ওয়েব ডিজাইনারের সেলারি কেমন। 


ওয়েব ডিজাইনার এবং ওয়েব ডেভেলপার,ওয়েব ডিজাইন এর ভবিষ্যৎ,ওয়েব ডিজাইন শিখতে কতদিন লাগে,ওয়েব ডেভেলপার,ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার,সফল ওয়েব ডেভেলপার
ওয়েব ডিজাইনার এবং ওয়েব ডেভেলপার


ওয়েব ডিজাইনার এবং ওয়েব ডেভেলপার এর মধ্যে পার্থক্য 

যিনি ওয়েবসাইট ডিজাইন করে তাকে ওয়েব ডিজাইনার বলি এবং যেন ওয়েবসাইট ডেভেলপ করেন তাকে ওয়েব ডেভেলপার বলা হয়। 


ওয়েব ডিজাইনার কি কাজ করে 

একটা ওয়েবসাইট তৈরি করার সময় বাহ্যিক যে লেআউট গুলো দেখতে পাই  সেই কাজ করে ওয়েব ডিজাইনার। ওয়েব ডিজাইনার দুই রকম একজন ইউআই ডিজাইন করেন অন্যজন ইউএক্স ডিজাইন করেন। ইউ আই হলো ইউজার ইন্টারফেস, যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করি তার ইন্টারফেস গুলো আমরা দেখতে পাই অর্থাৎ কোথায় লোগো থাকবে কোথায় মেনু থাকবে কোথায় স্লাইডার থাকবে কোনটা কিভাবে সাজানো থাকবে এগুলো নিয়ে কাজ করে ইউআই ডিজাইনার। 


একজন উএক্স ডিজাইনার ঠিক করে একটা ওয়েবসাইট কেমন হবে, কিভাবে ইউজারদের জন্য সহজ করা যায়, কিভাবে ইউজারদের আকর্ষণ করা যায়। একজন ইউএস ডিজানার ওয়েবসাইট তৈরি করার সময় সব সময় একটা সঠিক রং নির্বাচন করেন সঠিক ফ্রন্ট স্টাইল ব্যবহার করে, কোথায় কতটুকু টেক্সট কোথায় ছবি প্লেস করতে হবে এগুলো একটা ইউএক্স ডিজাইনার ঠিক করেন। 


ওয়েব ডিজাইনার কোন কোন টুলস ব্যবহার করে 

বেশিরভাগ ওয়েব ডিজাইনার ফটোশপ ব্যবহার করে, ফটোশপের মাধ্যমে ওয়েবসাইটের একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে। 

অনেক ডেভলপারী আছেন Sketch ব্যবহার করেন, এটা ম্যাক সফটওয়্যার। 

এডোবি এক্সডি 

কথা একটাই টুলস কোন ব্যাপার না আপনার যদি সঠিক দক্ষতাটা থাকে। যেকোনো একটা জিনিসের উপর দক্ষ থাকা ভালো। 



ওয়েব ডেভেলপার 

যিনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেন তাকে আমরা ওয়েব ডেভেলপার বলি। ওয়েব ডেভলপার দুই ধরনের হয়ে থাকে, ফ্রন্ট-এন্ড ডেভেলপার এবং ব্যাক এন্ড ডেভেলপার।  


ফ্রন্ট-এন্ড ডেভেলপার কি কাজ করে

ওয়েব ডিজাইনার যে ডিজাইন টা দেয় সেটা সাধারণত পিএসডি ফাইল হয়ে থাকে। এই ডিজাইন মোতাবেক ওয়েবসাইট ডিজাইন করার জন্য ফ্রন্ট-এন্ড ডেভেলপার কাজ করে থাকে। ফ্রন্ট-এন্ড ডেভেলপার HTML, CSS, JavaScript  নিয়ে সাধারনত কাজ করে। 


ফ্রন্ট-এন্ড ডেভেলপার যা নিয়ে কাজ করে 


Html 

CSS

Bootstrap 

JavaScript  etc 


ব্যাক-এন্ড ওয়েব ডেভেলপার

ব্যাক-এন্ড ডেভেলপার এর কাজ আমরা দেখতে পাই না। ওয়েবসাইট কিভাবে কাজ করবে সেইটা ঠিক করে ব্যাক-এন্ড ডেভলপার। ধরুন আপনি একটা কমেন্ট করলেন সেই কমেন্টটা প্রসেস করে ইউজারের কাছে যায় এটা ব্যাক-এন্ড ডেভেলপারের কাজ। একটা ওয়েবসাইটের ব্যাকডেণ্ডে যতগুলো মেনটেন করা হয় সবগুলো ব্যাক-এন্ড ডেভেলপার এর কাজ। 


একজন ব্যাক-এন্ড ওয়েব ডেভেলপার যেগুলো নিয়ে কাজ করে 

Python

Pho 

MySQL

Node 


ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার

একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার একটা স্কেচ থেকে লাইভ ওয়েবসাইট ডেভলপ করেন। অর্থাৎ তিনি একটা ওয়েবসাইট তৈরি করার সময় সেটা স্কার্স করেন, সেখানকার ইউ আই ইউ এক্স এর সকল রুল ফলো করে ওয়েবসাইটের ডিজাইন করেন, এরপরে সেটাকে ফ্রন্ডেন এবং ব্যাক এন্ড এর কাজ করে ওয়েবসাইট টা লাইভে আনে। ওয়েবসাইট স্কেচ করা থেকে শুরু করে এই সাইট লাইভ তৈরী করা হলো ফুলস্টাক ওয়েব ডেভেলপার। 


ওয়েব ডিজাইনার এবং ওয়েব ডেভেলপার এর সেলারি


ইন্টারনেট রিসার্চ করে দেখা গেছে এক্সপার্ট লেভেল এর ওয়েব ডিজাইনার এবং ওয়েব ডেভেলপার  এর ক্ষেত্রে না দেখে যদি বার্ষিক গড় সেলারি দেখি তাহলে একজন ওয়েব ডিজাইনারের বাৎসরিক আয় প্রায় ৫০,০০০ ডলার এবং একজন ওয়েব ডেভেলপার এর বাৎসরিক আর ৭০,০০০ ডলার । এটা যে কোন সময়ের উপর ভিত্তি করে এর স্যালারি কম বেশি হতে পারে। যেকোনো সময় ইন্টারনেট থেকে আপনি সার্চ করে দেখে নিতে পারেন বর্তমানে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপারের স্যালারি কত। 


এর পাশাপাশি একজন জাভাস্কিপ্ট ডেভেলপারের বার্ষিক বেতন প্রায় ১,০০,০০০ ডলার।‌ 

ওয়ার্ডপ্রেস ডেলেপারের বার্ষিক আই ৫০,০০০ হাজার ডলার। ‌

পাইথন ডেভেলপারের বেতন বাৎসরিক আয় ১,২০,০০০ ডলারের কাছাকাছি ।‌

ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারের বাৎসরিক আয় ১,২০,০০০ ডলারের আশেপাশে। 


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন