নতুন বিদ্যুৎ সংযোগ নেয়ার পদ্ধতি

নতুন মিটারের জন্য আবেদন

আমাদের অনেক সময় নতুন বিদ্যুৎ সংযোগ নেওয়ার প্রয়জন হয়। কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে নতুন মিটার আবেদন করতে হয়। আজকের লিখাতে আপনেরা জানতে পারবেন নতুন মিটার আবেদন করতে কি কি লাগে, নতুন মিটার আবেদন করতে কত টাকা খরচ হয়, নতুন মিটারের আবেদন করার নিয়ম। 

পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য আবেদন, পল্লী বিদ্যুৎ মিটার আবেদন, পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন, বিদ্যুৎ মিটারের জন্য আবেদন, নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন, পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করার নতুন নিয়ম, মিটারের জন্য আবেদন, পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করতে কি কি লাগে, নতুন মিটারের জন্য আবেদন, নতুন মিটারের জন্য আবেদন পত্র, নতুন বিদ্যুৎ পরিষেবা পাওয়ার জন্য আবেদন, নতুন মিটারের জন্য অনলাইন আবেদন, নতুন বিদ্যুৎ মিটারের জন্য আবেদন, পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার নিয়ম
নতুন মিটারের জন্য আবেদন

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করতে কি কি লাগে

  • নাম
  • মোবাইল নাম্বার
  • ঠিকানা 
  • ২ কপি পাসপোর্ট সাইজের ছবি 
  • ভোটার আইডি কার্ডের ফটোকপি
  • জমির মালিকানা দলিলের সত্যায়িত কপি
  • ইউনিয়ন পরিষদ/পৌরসভা কর্তৃক বাড়ীর অনুমোদিত সত্যায়িত কপি
  • জমি/ভবনের ভাড়ার দলিল (যদি প্রযোজ্য হয়)
  • ভাড়ার ক্ষেত্রে মালিকের সম্মতি পত্রের দলিল
  • অস্থায়ী সংযোগের ক্ষেত্রে বিবরণ (প্রযোজ্য ক্ষেত্রে)
  • ট্রেড লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)
  • বহুতল আবাসিক/বাণিজ্যিক ভবন নির্মাতা ও মালিকের সাথে ফ্ল্যাট মালিকের চুক্তিনামার সত্যায়িত কপি
  • ৬ তলার অধিক ভবনে, সংযোগের জন্য গ্রাহককে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ছাড়পত্র
  • আবশ্যিক গ্রাহকের লোড ৫০ কিলোওয়াট এর উপরে হলে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের

পল্লী বিদ্যুৎ নতুন সংযোগের নিয়ম

  • আপনার বাসায় যে বিদ্যুৎ খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ নিতে চান সেটার দূরত্ব 130 ফিটের মধ্যে হতে হবে।
  • আপনার বাসার লোডের পরিমাণ কত তা জানাতে হবে।
  • ৭.৫ কিলোওয়াট লোড পর্যন্ত সিঙ্গেল ফেজ লাইন সংযোগ নিতে পারবেন এর বেশি হলে থ্রি ফেজ লাইন সংযোগ নিতে হবে ।
  • এক বাড়িতে একটি মিটার নিতে পারবেন যদি একাধিক মিটার নিতে চান তাহলে একাধিক পরিবার দেখাতে হবে।
  • আবশ্যিক গ্রাহকের লোড চাহিদা ৫০ কিলোওয়াট এর উপরে হলে সাবস্টেশনের স্থাপন করতে হবে।

নতুন বিদ্যুৎ সংযোগ খরচ

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি

  • আবাসিক বিদ্যুৎ সংযোগের জন্য একক আবেদনের ক্ষেত্রে সিঙ্গেল ফেস ১১৫ টাকা। 
  • থ্রি ফেজ ৩৪৫ টাকা।
  • সেচ সংযাগের জন্য আবেদন ফি ২৫০ টাকা
  • অস্থায়ী সংযোগের জন্য ১৫০০ টাকা

পল্লী বিদ্যুতের সংযোগ নিতে হলে পল্লী বিদ্যুত সমিতির সদস্য হতে হয়।  সদস্য হওয়ার ফি ৫০ টাকা

নতুন সংযোগের জন্য জামানতের পরিমাণ

  • ০ - ২ কিলো ওয়াট লোড পর্যন্ত ৪০০ টাকা করে
  • ২ কিলো ওয়াট এর বেশি হলে প্রতি কিলো ওয়াট এর জন্য ৬০০ টাকা করে
  • বাণিজ্যিক মিটারের জন্য প্রতি কিঃ ওঃ ৮০০ টাকা করে

নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন

বিদ্যুতের মিটারের জন্য দুইভাবে আবেদন করা যায়। 

  1. অনলাইনে আবেদন
  2. অফলাইনে আবেদন 

নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন


১.
পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করতে আপনার মোবাইল বা কম্পিউটারে আবেদনকারীর ছবি, জাতীয় পরিচয়পত্র এবং জমির মালিকানার প্রমান স্ক্যান করে নির্দিষ্ট সাইজে ক্রপ করতে হবে রাখতে হবে। 
ছবি, জাতীয় পরিচয় পত্র ও জমির উত্তরাধিকার সনদের  নির্দিষ্ট  সাইজ:

ছবি (300*300 পিক্সেল) সর্বোচ্চ 150 KB
জাতীয় পরিচয়পত্র (600*475 পিক্সেল) সর্বোচ্চ 300 KB
খারিজ/ জমির মালিকের সনদ- সর্বোচ্চ 700 KB


২.
মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে http://www.rebpbs.com এই ওয়েবসাইটে প্রবেশ করে নিতে হবে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নতুন সংযোগ নিতে অনলাইনে আবেদন করা জন্য। 
রাজশাহী পবিস এবং যশোর পবিস-১ নতুন মিটারের জন্য আবেদনের  জন্য https://newconnection.rebpbs.com ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।

.
আবেদনের সময় সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত। 

.
ওয়েব সাইটে প্রবেশের  পর আবেদনে  ক্লিক করুন। 


পল্লী বিদ্যুৎ মিটার আবেদন, নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন, পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য আবেদন, নতুন বিদ্যুৎ সংযোগের নিয়ম, সেচ পাম্পের জন্য বিদ্যুৎ সংযোগের আবেদন, নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন ফরম, পল্লী বিদ্যুৎ,পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার নিয়ম,বিদ্যুৎ মিটার আবেদন,নতুন বিদ্যুৎ পরিষেবা পাওয়ার জন্য আবেদন,বিদ্যুৎ মিটারের জন্য আবেদন,পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত টাকা,নতুন বিদ্যুৎ সংযোগের জন্য খুঁটির আবেদন,নতুন সংযোগ পেতে খুটির আবেদন
নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন

৫. 
ক্লিক করলে  একটি ফরম  চলে আসবে। 
 
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন, নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন, পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য আবেদন, নতুন বিদ্যুৎ সংযোগের নিয়ম, সেচ পাম্পের জন্য বিদ্যুৎ সংযোগের আবেদন, নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন ফরম, পল্লী বিদ্যুৎ,পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার নিয়ম,বিদ্যুৎ মিটার আবেদন,নতুন বিদ্যুৎ পরিষেবা পাওয়ার জন্য আবেদন,বিদ্যুৎ মিটারের জন্য আবেদন,পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত টাকা,নতুন বিদ্যুৎ সংযোগের জন্য খুঁটির আবেদন,নতুন সংযোগ পেতে খুটির আবেদন
নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন ফরম



অবশ্যই লাল চিহ্নিত (*) ফিল্ডগুলি পূরণ করে নিবেন। আপনার এলাকার জেলা পল্লী বিদ্যুৎ সমিতি ও জোনাল অফিস থেকে নির্বাচন করবেন।

একক বাড়ির জন্য সংযোগের ট্যারিফ হিসেবে এলটি-এ (আবাসিক) বা বহুতল ফ্ল্যাট বাড়ির জন্য এমটি-এ (আবাসিক) সিলেক্ট করবেন।

তারপর আবেদনকারীর বিবরণ অংশে লাল (*) চিহ্নিত কলামগুলি   এবং  নাম, পিতার নাম অবশ্যই পূরণ করবেন। যেমন - জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল, TIN নম্বর, পাসপোর্ট, ফোন নম্বর। এই তথ্যগুলি অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে।

৬.

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন,নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন,পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য আবেদন,নতুন বিদ্যুৎ সংযোগের নিয়ম,সেচ পাম্পের জন্য বিদ্যুৎ সংযোগের আবেদন,নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন ফরম,পল্লী বিদ্যুৎ,পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার নিয়ম,বিদ্যুৎ মিটার আবেদন,নতুন বিদ্যুৎ পরিষেবা পাওয়ার জন্য আবেদন,বিদ্যুৎ মিটারের জন্য আবেদন,পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত টাকা,নতুন বিদ্যুৎ সংযোগের জন্য খুঁটির আবেদন,নতুন সংযোগ পেতে খুটির আবেদন
নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন ফরম


প্রথমে বিদ্যুৎ অফিসের বিবরণ, সংযোগস্থলের বিবরণ এবং আবেদনকারীর বিবরণ পূরণ করার পর, ফরমের নিচের অংশে স্থায়ী ঠিকানা ও প্রস্তাবিত সংযোগ স্থলের বিবরণ দিতে হবে। এখানে স্থায়ী ঠিকানা আইডি কার্ডে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা দিতে হবে।  ঠিকানা প্রদানের ক্ষেত্রে লাল (*) চিহ্নিত তথ্যগুলো  অবশ্যই পূরণ করতে হবে।

প্রস্তাবিত সংযোগস্থলের বিবরণ দেওয়ার সময়, আপনি সংযোগ পেতে চান সে স্থানের তথ্য দিতে হবে। আপনার যে জায়গা সংযোগ নিতে চান, সেই স্থানের তথ্য সংযুক্ত করতে হবে। প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগ স্থলের বিবরনে মৌজার নাম (বাংলায়), জমির দাগ নম্বর ও খতিয়ান নম্বর লিখতে হবে। সকল সংখ্যা ও নম্বর ইংরেজিতে লিখবেন।

 ৭.

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন,নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন, পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য আবেদন,নতুন বিদ্যুৎ সংযোগের নিয়ম,সেচ পাম্পের জন্য বিদ্যুৎ সংযোগের আবেদন,নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন ফরম,পল্লী বিদ্যুৎ,পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার নিয়ম,বিদ্যুৎ মিটার আবেদন,নতুন বিদ্যুৎ পরিষেবা পাওয়ার জন্য আবেদন,বিদ্যুৎ মিটারের জন্য আবেদন,পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত টাকা,নতুন বিদ্যুৎ সংযোগের জন্য খুঁটির আবেদন, নতুন সংযোগ পেতে খুটির আবেদন
নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন ফরম

যদি আপনি সঠিক সংযোগ চান, তাহলে জিওগ্রাফিক তথ্য সঠিকভাবে পূরণ করুন। সঠিক মাপ না হলে ক্যাবল বা তারের সমস্যার জন্য সংযোগে সমস্যা হতে পারে।

একই ট্রান্সফরমারের আওতায় পার্শ্ববর্তী গ্রাহকের বই নং, হিসাব নং, মিটার নম্বর এবং পোল নম্বর (ইংরেজিতে) পূরণ করুন। তারপর আবেদনের প্রকৃতি নির্ধারণ করুন, অর্থাৎ স্থায়ী/অস্থায়ী সংযোগ কোনটি তা নির্ধারণ করুন।

পরবর্তী অংশে, ব্যবহার  করতে ইচ্ছুক ইলেক্ট্রিক ডিভাইসের সংখ্যা    যেমন-লাইট, ফ্যান সহ অন্যান্য সেসমূহের সংখ্যা নির্ধারণ করুন। যদি প্রয়োজন মনে করেন, তাহলে শেষে বাড়ির/প্রতিষ্ঠানের লোকেশন এবং মন্তব্য (বাংলা) লিখুন।

৮.

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন, নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন, পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য আবেদন, নতুন বিদ্যুৎ সংযোগের নিয়ম, সেচ পাম্পের জন্য বিদ্যুৎ সংযোগের আবেদন, নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন ফরম, পল্লী বিদ্যুৎ,পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার নিয়ম,বিদ্যুৎ মিটার আবেদন,নতুন বিদ্যুৎ পরিষেবা পাওয়ার জন্য আবেদন,বিদ্যুৎ মিটারের জন্য আবেদন,পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত টাকা,নতুন বিদ্যুৎ সংযোগের জন্য খুঁটির আবেদন,নতুন সংযোগ পেতে খুটির আবেদন
নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন ফরম

আপনার মোবাইল বা কম্পিউটারে এই পর্যায়ে ছবি, জাতীয় পরিচয় পত্র এবং খারিজ আপলোড করুন। অপলোড করার জন্য আগেই ফরমে উল্লিখিত সাইজে সংরক্ষণ করা ফোল্ডারে রাখুন। এটা আপনাকে সহজ করবে আপলোড করতে।

তারপর, পল্লী বিদ্যুৎ সমিতির শর্তাদি বক্সে এমনকি একমত আছেন তা দেখাতে খালি বক্সে টিক চিহ্ন দিন।

শেষে, একটি ক্যাপচা কোড পূরণ করে সংরক্ষণ করে পরে ক্লিক করতে হবে। এই পদক্ষেপগুলি অনুসরণ করলে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

৯.
অনলাইনে আবেদন সম্পন্ন করার পরে আপনি একটি ট্র্যাকিং নম্বর ও পিন নম্বর পাবেন। এই তথ্যগুলি মোবাইলে ছবি তুলে রাখুন বা কম্পিউটারে টেক্সট ফাইলে সেভ করে রাখুন।

আরওভাবে, পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফরমটি অনলাইনে ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন।

হাউজ ওয়্যারিং নিশ্চিত করতে হয় কী ভাবে? 

পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য আবেদন,পল্লী বিদ্যুৎ মিটার আবেদন,পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন,বিদ্যুৎ মিটারের জন্য আবেদন,নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন,পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করার নতুন নিয়ম,মিটারের জন্য আবেদন,পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করতে কি কি লাগে,নতুন মিটারের জন্য আবেদন,নতুন মিটারের জন্য আবেদন পত্র,নতুন বিদ্যুৎ পরিষেবা পাওয়ার জন্য আবেদন,নতুন মিটারের জন্য অনলাইন আবেদন,নতুন বিদ্যুৎ মিটারের জন্য আবেদন,পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার নিয়ম
হাউজ ওয়্যারিং নিশ্চিত

হাউজ ওয়্যারিং নিশ্চিত করতে আপনাকে প্রথমে গ্রাউন্ড রড ক্রয়ের মেমো, ট্র্যাকিং নম্বর, এবং পিন নম্বর প্রয়োজন হবে।

প্রথমে মেনু থেকে আবেদন > হাউজ ওয়াইরিং নিশ্চিত করুন' লিংকে যান। সেখানে আপনার ট্র্যাকিং নম্বর ও পিন নম্বর লিখে সাবমিট করুন। এরপর সিলেক্ট করুন- 'হাউজ ওয়াইরিং নিশ্চিত হয়েছে' এবং মেমো নম্বর ইংরেজিতে লিখুন।

এখন গ্রাউন্ড রডের ক্যাশ মেমোটি আপলোড করুন। বাড়ির ঠিকানা লিখুন এবং ক্যাপচা কোডটি লিখে সমর্পন করুন বাটনে ক্লিক করুন। এটি পরে আপনি হাউজ ওয়াইরিং নিশ্চিত হয়েছে এমন একটি মেসেজ পেতে পারবেন।

আবেদনের সংযোগ ফি পরিশোধ করা উপায়? 
আবেদন ফি দেওয়ার সময়ে পল্লী বিদ্যুৎ সংযোগ ফি পরিশোধের দুটি উপায় রয়েছে। 
প্রথমত, বিদ্যুৎ অফিসে নগদে পরিশোধ করা যায়। 
দ্বিতীয়ত, রকেটের মাধ্যমে পরিশোধ করা যায়। 

সংযোগের ফি দেওয়ার সময়ে বিদ্যুৎ অফিসে নগদে পরিশোধ করা সবচেয়ে সুবিধাজনক হয়ে থাকে।

পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন ফি পরিমাণ কত? 
মিটারের জন্য আবেদন করলে মোট ফি হলো ১১৫ টাকা। ফি জমা দেওয়ার ক্ষেত্রে আপনি চাইলে অফিসে নগদে বা রকেটের মাধ্যমে যেভাবেই জমা দিতে পারেন, তা খরচের পরিমাণ একই থাকে।

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধানের জন্য www.rebpbs.com ওয়েব  সাইট  আবেদন ক্লিক  করুন। এখানে "আবেদনের সর্বশেষ অবস্থা জানুন" অপশনে ক্লিক করুন। ট্র্যাকিং নম্বর ও পিন নম্বর লিখে "সাবমিট করুন" বাটনে ক্লিক করলে আপনি মিটার আবেদনের সর্বশেষ অবস্থা দেখতে পারবেন।

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন,পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন,পল্লী বিদ্যুৎ,পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি জমা,পল্লী বিদ্যুৎ সেচ মিটার আবেদন,পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত টাকা,পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন,পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার নিয়ম,পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করতে কি কি লাগে,পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফরম পূরণ করার নিয়ম,পল্লি বিদ্যুৎ মিটারের আবেদন,পল্লি বিদ্যুৎ মিটার অনলাইন আবেদন 2021,নতুন নিয়মে পল্লি বিদ্যুৎ মিটারের আবেদন,বিদ্যুৎ মিটার আবেদন
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান

আশা করি, পল্লী বিদ্যুৎ মিটার আবেদনের নিয়মগুলি দেখে আপনি নিজেই আবেদন করতে পারবেন। তবে, আবেদন করার আগে আপনার সব প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট প্রস্তুত করে নিবেন। আর আবেদনের পরে আপনার ট্র্যাকিং কোড এবং পিন নম্বরগুলি নিরাপদে সংরক্ষণ করবেন।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন